গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আশ্রায়ণ-২ প্রকল্পের নির্মাণাধীন গৃহ সমূহ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ মোহাম্মদ আসাদুজ্জামান।
শুক্রবার (৩ জুন) সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের সাতআনা নওদা গ্রামে আশ্রায়ণ-২ প্রকল্পের নির্মাণাধীন গৃহ সমূহ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ মোহাম্মদ আসাদুজ্জামান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন নাহার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা প্রকৌশলী মো. শাহারিয়ার, হোসেনপুর ইউপি চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটুসহ ইউপি সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে তিনি উপজেলার অন্যান্য ইউনিয়নে আশ্রায়ণ-২ প্রকল্পের নির্মাণাধীন গৃহ সমূহের খোঁজ-খবর নেয়া ছাড়াও নির্মাণাধীন গৃহ সমূহের কাজের গুণগত মান এবং পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।