উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্যাস সংযোগের দাবীতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যামের স্মারকলিপি পেশ করেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি।
সোমবার (১৩ জুন) দুপুর ১২টায় স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের নিকট প্রদান করা হয়। গোবিন্দগঞ্জ গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এমএ মতিন মোল্লার নেতৃত্বে উপজেলা বাসদ গোবিন্দগঞ্জ গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কমরেড রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খোকন আহম্মেদ, উপজেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা বাসদ সাধারণ সম্পাদক কালা মানিক দেব, উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা দেলোয়ার হোসেন, ভোক্তা মঞ্চের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, শ্রমিক নেতা সাহারুল আলম সরকার উপস্থিত ছিলেন।