
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গ্যাস-বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রমাগত মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আবু তাহের সায়াদ চৌধুরী উজ্জল, সদর উপজেলা আহবায়ক কামরুজ্জামান বুলেট, পলাশবাড়ী উপজেলা আহবায়ক অ্যাড. আলফ্ আরসালান খান, সাদুল্যাপুর উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম, মো. মকবুল মিয়া, মো. সাজু মিয়া, রিফাত চৌধুরী, আব্দুল মতিন আকন্দ, বেলাল হোসেন, নারী আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক রুনা আকতার, সাজারুল প্রধান প্রমুখ।
বক্তারা বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে আজ জনজীবন বিপর্যস্ত, কম খেয়ে বেঁচে আছে মানুষ। সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। মানুষ নানা সংকটে রয়েছে। আবার গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে মানুষের জীবন আরো দুর্বিসহ হয়ে উঠবে। সরকার বাজার নিয়ন্ত্রন করতে পাচ্ছে না। গুটি কয়েক ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সরকার প্রশাসন অসহায়। বক্তারা আরও বলেন, এতো উন্নয়ন দিয়ে কি হবে যদি মানুষ ভালো না থাকে। তাই বক্তারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানান।