
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর অ্যাসোসিয়েশন, গাইবান্ধা জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জেলা পরিষদের হলরুমে বুধবার (৮ জুন) সকালে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক আতাউর রহমান সরকার আতা।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসেন আলী মাস্টার। জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদের সদস্য লুদমিলা পারভীন ছন্দা, আব্দুল হান্নান, জাহাঙ্গীর আলম ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না। মোস্তাফিজুর রহমান মোল্লার পরিচালনায় সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আতাউর রহমান সরকার আতা ইউনিয়ন পরিষদের মেম্বরদের প্রতি স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।