
গাইবান্ধার চরাঞ্চলে গর্ভবতী মা এবং নবজাতক শিশুদের জরুরী অবস্থায় স্বাস্থ্যসেবা সুবিধাসহ তাদের মৃত্যুর হার কমাতে একটি ভাসমান্য নৌকা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুন) দুপুরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাশীঘাট এলাকায় এ নৌকা উদ্বোধন করা হয়। কোরিয়া ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি (কেওআইসিএ) এবং সেভ দ্যা চিলড্রেনের অর্থায়নে মাতৃ নিওনাটাল হেলথ্ কেয়ার অ্যান্ড ফ্যামিলি প্লানিং মমতা প্রকল্প কোরিয়ার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশ পরিচালক এসসিআই, অনো ভ্যান মানেন, উপদেশ পরিচালক কোআইকা বিধিউন সুহ কাং, জিপিডি এসকিকে মিনজি কাং, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এএম আখতারুজ্জামান, উপ-পরিচালক সাইফুল ইসলাম ও ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।
এরআগে এসকেএস ফাউন্ডেশনের উপ-প্রধান নির্বাহী ইমরুল কায়েস প্রকল্পের সার্বিক কার্যক্রম ব্রিফিং করে বলেন, প্রকল্পটি ফুলছড়িসহ চার উপজেলার অধীনে ১২ ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে যেখানে এসকেএস ফাউন্ডেশন কাজ প্রকল্পের অংশীদার হিসেবে কাজ করছি। তিনি আরো বলেন, গর্ভবতী মায়ের জন্য জরুরী স্বাস্থ্যসেবা অবস্থায় নৌকায় ডেলিভারি সেবা গ্রহণ করার ব্যবস্থাও রাখা হয়েছে।
ডিসি অলিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে গর্ভবতী মা এবং নবজাতকের মৃত্যুর হার কমাতে এ নৌকা নিঃসন্দেহে উল্লেখ যোগ্য ভূমিকা পালন করবে। ফুলছড়ি উপজেলা ও সাঘাটা উপজেলার এরেন্ডাবাড়ী, উদাখালী ও উরিয়া ইউনিয়নের গর্ভবতী মা এবং নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা নৌকা চালু করায় প্রকল্পের কর্মকর্তাদের ধন্যবাদ জানান ডিসি। পরে জেলা প্রশাসক মো. অলিউর রহমান প্রধান অতিথি হিসেবে লাল ফিতা কাটার মধ্য দিয়ে নৌকার উদ্বোধন করেন। এসময় স্থানীয় রাজনৈতিক, সমাজসেবক, এনজিও কর্মী ও সাংবাদিকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।