
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার শহরের বিভিন্ন মোড়ে মোড়ে প্রচারপত্র বিলি ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাস, রাহেলা সিদ্দিকা, মাসুদা আকতার প্রমুখ।
বক্তারা সর্বজনীন রেশনব্যবস্থা পুনঃপ্রবর্তন, টিসিবি ট্রাকের সংখ্যা বাড়ানো, বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ ও মূল্যবৃদ্ধিকারী ব্যবসায়ী সিন্ডিকেটের পাহারাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার দাবি জানান।