
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, বর্তমান ২০০৯ সাল থেকে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার ডিজিটাল সেবা গ্রহণের বিষয়ে জনমতে সচেতনতা বৃদ্ধি এবং হয়রানি বিহীন সেবা প্রাপ্তি অর্জন করেছে।
গাইবান্ধা জেলা সম্মেলন কক্ষে রোববার (২২ মে) বিকেলে জেলা ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’ শুভ-উদ্বোধন উপলক্ষে আলোচন সভা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন নাহার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসন মো. অলিউর রহমান বলেন, জনগণের জন্য ভূমি সংক্রান্ত সেবা উন্নীত করার লক্ষ্যে জেলার সকল ভূমি মালিক এবং সেবা প্রত্যাশীদের ডিজিটাল সেবাসমূহ (ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ডের সার্টিফাইড কপি ও ভূমি রেজিস্ট্রেশন) প্রদানের নিমিত্তে কাজ করা হচ্ছে। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এ জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) পলাশবাড়ীর প্রদীপ্ত রায় দীপন, সদর উপজেলার সার্ভেয়ার, সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা এবং ভূমি উপ-সহকারি কর্মকর্তাকে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।