বর্তমান সরকার ভূমি সেবা জনগণের দোড়গড়ায় পৌঁছে দিচ্ছে। যে কেউই ইচ্ছে করলেই বাড়ীতে বসে মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।
রোববার (২২ মে) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। তিনি আরো বলেন, ভূমি সেবা নিতে এসে কেউই যেন হয়রানী বা ভোগান্তির স্বীকার না হয়। ভূমি সংক্রান্ত বিষয়ে কারো কোন অভিযোগ থাকলে সেসব অভিযোগ গ্রহণের জন্য হটলাইনের নম্বর চালু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তুহিন হোসেন। এসময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।