
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার বর্ধিত সভা গতকাল শনিবার স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লুদ মিলা পারভীন ছন্দার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদা পারুলের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, বিশেষ বক্তা কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য সাহিদা চৌধুরী তন্মী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুসহ জেলা ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের ভাবমুর্তি উজ্জল হয়েছে। বক্তারা বলেন, বিরোধী দল দেশ ও সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে। তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে নারীদের ক্ষমতায়নের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অর্জন ও সাফল্যের কারণে ২০৪১ সালে উন্নত বাংলাদেশে পরিণত হবে। তারা আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।