
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অবলম্বন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে আদিবাসী ও দলিত নারীদের সাথে অভিজ্ঞতা বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
অবলম্বন মিলনায়তনে বুধবার (১১ মে) দুপুরে অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. বেলাল উদ্দিন। প্রধান অতিথি ছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী ইয়ুথ লিডার রুলিতা মুর্মু, সীমা কিস্কাু, রুবেল সরেন, স্বরস্বতী পাহাড়ীয়া, অবলম্বনের কোষাধ্যক্ষ মাসুদ হাসান, অবলম্বনের কো-অডিনেটর একেএম মাহাবুবু আলম, প্রজেক্ট অফিসার মাজেদুল ইসলাম, সখী পাহাড়ী, কৃষ্ণা রবিদাস প্রমুখ।
সভায় আলোচকরা বলেন যে, আমাদের সমাজে আদিবাসী ও দলিত জনগোষ্ঠী অনেক পিছিয়ে আছে। সেইসব প্রান্তিক আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কি কি সেবা প্রদান করে সে সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।