গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে জামাই-শ্বশুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- সাতগাছি গ্রামের ছায়েদ মিয়া ও তার জামাই সাজু মিয়া।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, বিকেলে বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করছিলেন ছায়েদ ও তার জামাই সাজু। এ সময় বাড়ির ভেতরে রাখা ধান মাড়াইয়ের শ্যালো ইঞ্জিনচালিত একটি মেশিন উঠানে নিয়ে যাচ্ছিলেন তারা। অসাবধানতাবশত মেশিনটি বিদ্যুতের তারের সঙ্গে লাগলে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দুই পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।