
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চরমাদারী পাড়া গ্রামে তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় ১৫০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় হরিপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ঢেউটিন বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হরিপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাফিউল ইসলাম সরকার জিমির সভাপতিত্বে আলোচণা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল। এছাড়া আরও উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল ইসলাম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাবু, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি সাইদুর রহমান, উপজেলা পল্লীবন্ধু পরিষদের আহবাহয়ক আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সুজন প্রমুখ। পরে নদী ভাঙনে গৃহহীন দুস্থ ও অসহায় ১৫০ পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার করে টাকার চেক বিতরণ করেন সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ অতিথিৃন্দ। চরমাদারী পাড়া গ্রামের ১’শ ৫০ পরিবারকে ১’শ ৫০ বান্ডিল ঢেউটিন এবং ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।