
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিরোধীয় সম্পতি দখল নেয়াকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় হূদয় চন্দ্র (৩৪)নামের ১ ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছেন নিহতের স্ত্রী মাধবী রানী (২৭) ও ছোট ভাই উদয় চন্দ্র (২৫)। আহতদের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
গতকাল বুধবার সকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়ারপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।নিহত হূদয় ওই গ্রামের তরনী চন্দ্রের ছেলে। এ ব্যাপারে নিহতের বড় ভাই সুভাস চন্দ্র বাদি হয়ে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা রুজু করেছে।সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পরেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তাৎক্ষনিক ভাবে এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নারীপুরুষ ৬ জন কে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন শচীন চন্দ্র (৩৫)ও মিলন চন্দ্র (৩২)রূপালী রানী (৩২) শেফালী রানী (৩০) পূর্নি রানী (২৮) ও মেনেকা রানী( ৩৪)। তাদের সকল কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।স্থানীয়রা ও থানা পুলিশ জানায়, ওই গ্রামের তরনী চন্দ্রের সাথে প্রতিবেশী ধীরেন চন্দ্রের ১২ শতাংশ বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে ঘটনাটি সমঝোতার জন্য একাধিকবার সালিশ বৈঠক করা হয়।
বিদ্যমান সৃষ্ট বিরোধ কোনভাবে সুরাহা না হওয়ায় সম্প্রতি বিবদমান জমিখানা তরনী চন্দ্র তার নিজের দখলে নেয়।এরপর ঘটনার দিন বুধবার শচীন ও তার ভাই মিলন চন্দ্র স্থানীয় সংঘবদ্ধ ৮/১০ জন ভাড়াটে সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী সাথে নিয়ে লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিরোধপূর্ণ বসতভিটা খানা পাল্টা দখল নিতে যায়। এ সময় তরনী ও তার ছেলেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষ ধীরেন চন্দ্র ও তার ভাড়াটে লোকজনের হামলায় হূদয় চন্দ্র রক্তাত্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমন পরিস্থিতে হূদয়কে বাঁচাতে তার স্ত্রী মাধবী ও ছোট ভাই উদয় চন্দ্র এগিয়ে আসলে তাদেরকেও সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাতœক জখম করে। পরে স্থানীয়রা আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে জরুরী ভাবে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ওইদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হূদয় চন্দ্র মারা যান।
নিহত হূদয় চন্দ্রের বড় ভাই মামলার বাদী সুভাস চন্দ্র বলেন ধীরেন চন্দ্র ও তার ছেলেরা আমাদের ন্যায্য জমি জোর করে দখল করার জন্য ভাড়া করা সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমার ভাইকে হত্যা করেছে। আমি ভাই হত্যাকারীদের ফাঁসি চাই।