1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে প্রার্থীতা ফিরে পেলেন ৪ প্রার্থী অসহায় বৃদ্ধা মা ও ছেলের পাশে খাবার ও শীতবস্ত্র নিয়ে দাঁড়ালেন পলাশবাড়ীর ইউএনও ঠাকুরগাঁও-৩ আসনের ভেতরের রাজনীতি,ডিজিটাল প্রচারণা, নীরব গ্রুপিং ও বাস্তব ক্ষমতার লড়াই গাইবান্ধায় গোল্ডেন এইটটিস সংগঠনের উদ্যোগে প্রাথমিকের শিক্ষার্থীদের সোয়েটার ও কেডস বিতরণ গাইবান্ধায় দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মধ্যে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন-৯৪ এর শীতবস্ত্র বিতরণ বাসে অজ্ঞানপার্টির খপ্পরে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান গাইবান্ধায় বধ্যভূমি সংরক্ষণ কমিটির উদ্যোগে বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ পলাশবাড়ীতে সুধীজনের সাথে মতবিনিময় সভায় সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার দেশ গড়তে খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে যেতে আহ্বান বিশিষ্ট নাগরিকদের আজ পবিত্র শবে মেরাজ

সাদুল্লাপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪১ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিরোধীয় সম্পতি দখল নেয়াকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় হূদয় চন্দ্র (৩৪)নামের ১ ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছেন নিহতের স্ত্রী মাধবী রানী (২৭) ও ছোট ভাই উদয় চন্দ্র (২৫)। আহতদের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

গতকাল বুধবার সকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়ারপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।নিহত হূদয় ওই গ্রামের তরনী চন্দ্রের ছেলে। এ ব্যাপারে নিহতের বড় ভাই সুভাস চন্দ্র বাদি হয়ে  সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা রুজু করেছে।সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পরেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তাৎক্ষনিক ভাবে এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নারীপুরুষ ৬ জন কে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন শচীন চন্দ্র (৩৫)ও মিলন চন্দ্র  (৩২)রূপালী রানী (৩২) শেফালী রানী (৩০) পূর্নি রানী (২৮) ও মেনেকা রানী( ৩৪)। তাদের সকল কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।স্থানীয়রা ও থানা পুলিশ জানায়, ওই গ্রামের তরনী চন্দ্রের সাথে প্রতিবেশী ধীরেন চন্দ্রের ১২ শতাংশ বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে ঘটনাটি সমঝোতার জন্য একাধিকবার সালিশ বৈঠক করা হয়।

বিদ্যমান সৃষ্ট বিরোধ কোনভাবে সুরাহা না হওয়ায় সম্প্রতি বিবদমান জমিখানা তরনী চন্দ্র তার নিজের  দখলে নেয়।এরপর ঘটনার দিন বুধবার শচীন ও তার ভাই মিলন চন্দ্র স্থানীয় সংঘবদ্ধ ৮/১০ জন ভাড়াটে সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী সাথে নিয়ে লাঠিসোটা ও দেশীয় ধারালো  অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিরোধপূর্ণ বসতভিটা খানা পাল্টা দখল নিতে যায়। এ সময় তরনী ও তার ছেলেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষ ধীরেন চন্দ্র ও তার ভাড়াটে লোকজনের হামলায় হূদয় চন্দ্র রক্তাত্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমন পরিস্থিতে হূদয়কে বাঁচাতে তার স্ত্রী মাধবী ও ছোট ভাই উদয় চন্দ্র এগিয়ে আসলে তাদেরকেও সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাতœক জখম করে। পরে স্থানীয়রা আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে জরুরী ভাবে রংপুর মেডিকেল কলেজ  ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ওইদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হূদয় চন্দ্র মারা যান।

নিহত হূদয় চন্দ্রের বড় ভাই মামলার বাদী সুভাস চন্দ্র বলেন ধীরেন চন্দ্র ও তার ছেলেরা আমাদের ন্যায্য জমি জোর করে দখল করার জন্য ভাড়া করা সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমার ভাইকে হত্যা করেছে। আমি ভাই হত্যাকারীদের ফাঁসি চাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft