
রাজারবাগ পীর দিল্লুর রহমান ও তার দরবারের সব সম্পদের হিসাব চেয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে আজ। শুনানিতে রাজারবাগ দরবার শরীফের পির দিল্লুর রহমানের সম্পদের হিসাবের বিষয়ে আগামী ১২ জুনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার (১৩ এপ্রিল) ভুক্তভোগী একরামুল আহসান কাঞ্চনের আইনজীবী এমাদুল হক বশির গণমাধ্যমকে এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ শিশির মনির, একরামুল আহসান ও কাঞ্চনের আইনজীবী এমাদুল হক বশির। অন্যদিকে পীরের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসান, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট ইলিয়াস আলী ও অ্যাডভোকেট মো. বেলায়েত হোসেন।