বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮এপ্রিল) বিকেলে স্থানীয় শিশুকানন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এসএম জহরুল ইসলামের সভাপতিত্বে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার বিশেষ প্রতিনিধি এবং পলাশবাড়ী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা একেএম সালাহউদ্দিন কাশেম, নির্বাহী সভাপতি আমিনুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুবেল, সদস্য মোখলেছুর রহমান ও হাবিবুর রহমান প্রমুখ। এসময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্তিত ছিলেন। শেষে এক বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়।