
“বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ঃ বর্তমান প্রেক্ষিত” শীর্ষক মতবিনিময় সভা গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ আয়োজনে সোমবার (১৮ এপ্রিল) সকালে অবম্বল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জনউদ্যোগ-এর আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা বারের সাধারণ সম্পাদক ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, সম্পা দেব, নাবিল আহমেদ প্রমুখ।
সভায় বক্তরা বলেন, সম্প্রতিকালে ঘটে যাওয়া দেশের বিভিন্ন স্থানে সম্প্রদায়িক হামলা, বাংলা সংস্কৃতি নিয়ে অপপ্রচার বিষয়গুলি সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। তাই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনার দাবী জানানো হয়। প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে সব ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করতে হবে এবং উসকানি দাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের ধারণা ও বোধ শক্তিশালী করতে হবে, সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও ধর্মান্ধতা বিরোধী ধারণা শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করে সহমর্মিতা ভিত্তিক ও সহিষ্ণু সমাজ গঠন করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহবান জানানো হয়। এই দেশকে আমরা বহুমাত্রিক, বহুজাতিক, বহুসাংস্কৃতিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ধর্মীয় উসকানির জন্য যারা ব্যাবহার করে, তাদের সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে এবং এ ক্ষেত্রে প্রয়োজনে আইনি সংস্কার করতে হবে।