
মোস্তফামিয়া পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বন বাগানের প্রায় দুই সহস্রাধিক ইউক্লিপ্টাস গাছ কেটে সাবাড় করেছে একদল দুষ্কৃতকারী। শনিবার দিনগত গভীর রাতে উপজেলার কাদিরাবাদ বন বিটের মদনখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।
বন কর্তৃপক্ষ জানায়, মদনখালী গ্রামের মোফাজ্জল হোসেন (৪০), সাহেব আলী (৪৫), আশরাফুল (৪২), আব্দুল মান্নান (৫০), মোস্তা মেম্বার, ও ময়নুল (৪৮) কাদিরাবাদ বন বিটের প্রায় ৪ একর জমি বল পূর্বক ভোগ দখল করে আসছিল। সম্প্রতি উক্ত বন বিটের জমি বন বিভাগ উদ্ধার পূর্বক ইউক্লিপ্টাস গাছের চারা রোপন করে। এতে সংঘবদ্ধ চক্রটি ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে শনিবার দিনগত রাতে ধারালো অস্ত্র দিয়ে প্রায় দুই সহস্রাধিক গাছ কেটে সাবাড় করে।
এ ব্যাপারে কাদিরাবাদ বন বিটের বিট কর্মকর্তা গাফফার মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘবদ্ধ চক্রটি শুধু গাছ কাটায় নয়,আমাকেও জীবন নামের হুমকিদেন দুস্কৃতিরা নানা ভাবে আমাকে ও বন সংশ্লিষ্ট লোকজনদের ভয়ভীতি দেখিয়ে আসছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।