
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে। স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচী আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায় নুর নবী চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ মোহন রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী।