
নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সরকারের সর্বগ্রাসী দূর্ণীতির প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী থানা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিকী অনশন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০টায় পৌরশহরের শেখ মোফাজ্জল সুপার মার্কেটে প্রতিকী অনশন কর্মসূচী পালন করেন বিএনটি’র দলীয় নেতাকর্মী। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল-এর সভাপতিত্বে প্রতিকী অনশন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাল্লিব সরকার বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আনজু, আজাহার আলী, সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম রাজা, জাহাঙ্গীর আলম, মুকুল আহম্মেদ, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম ছকু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল মোমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন পৌর যুবদলের আহবায়ক আব্দুল লতিফ, ইউনিয়ান বিএনপি নেতা, শরিফ, আব্দুল হালিম, রফিকুল ইসলাম, শিপন মিয়া,মিন্টু, পৌর ছাত্রদলের আহবায়ক সোহাগ প্রধান, লিটন, ছাত্র নেতা নিশাত, মহিলা নেত্রী রেখা বেগম প্রমুখ। শেষে উপজেলা ওলামাদলের নেতা আজিজুল ইসলাম নেতাকর্মীদের পানি মুখে দিয়ে অনশন ভাঙ্গান।