গাইবান্ধার পলাশবাড়ীতে নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ-এর সহযোগিতায় শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে স্থানীয় শিশু কানন স্কুল এন্ড কলেজের হলরুমে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুবেলের সভাপতিত্বে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) প্রফেসর শাহজাহান সরকার, পলাশবাড়ী প্রেস কাব সভাপতি রবিউল হোসেন পাতা, সহ-সভাপতি সাইদুর রহমান, নুরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সাংবাদিক ফজলুল হক দুদু প্রমুখ। এসময় ফাউন্ডেশনের উপদেষ্টা মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব ছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে এক বিশেষ দো’আ পরিচালনা করা হয়।