গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে ভেকু দিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলনের অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে পুলিশ টিম বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে পৌরশহরের সিধনগ্রাম এবং উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের সীমানায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ভেকু দিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করে আসছিল এক ব্যক্তি। গোপনসূত্রে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থানা পুলিশের সহযোগিতায় সেখানে আকস্মিক ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার বিজ্ঞ বিচারক জানান সার্বজনীন জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এমন অভিযান অব্যাহত পরিচালনা করা হবে।