গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুষ্ঠ আক্রান্ত প্রতিবন্ধী ও হতদরিদ্র ব্যক্তিদের উপজেলা এসোসিয়েশনের যোগসূত্র স্থাপন ও এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
২০ এপ্রিল বুধবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা টাউন হল রুমে অনুষ্ঠিত করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহি অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আফতাব হোসেন, উপজেলার পল্লী উন্নয়ন অফিসার গাইবান্ধায় এরিয়া ডেভলপমেন্ট অফিসার শরিফুল ইসলাম, (ডি এফ) তাপস রায়, (ডি এফ) প্রমোদা রায়, কএফ এফ) বিনয় রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।