বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় নির্বাচনী প্রতিক নৌকা বিরোধী গোষ্ঠী ও তাদের পেত্তাত্ব দলের মধ্যে মিশে থাকা মোস্তাকখ্যাত ব্যক্তিদের পূর্ণবাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গাইবান্ধায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শপথ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে গাইবান্ধা পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন এর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল গাইবান্ধা শহরের ডিবি রোড সহ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে গাইবান্ধা পৌর পার্কে এসে বিক্ষোভ মিছিল টি শেষ হয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন
এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। এসময় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড.নিরঞ্জন ঘোষ নিরু,পৌর কাউন্সিলর শেখ শাহিন,জেলা যুবলীগের সভাপতি সরদার শহীদ হাসান লোটন,জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জুসহ অন্যান্যরা। সমাবেশের সঞ্চালনা করেন জাতীয় শ্রমিকলীগ নেতা চঞ্চল সাহা। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
শেষে উপস্থিত নেতাকর্মীদের আগামী দিনে গাইবান্ধা জেলায় আওয়ামীলীগের বিভিন্ন শাখার কমিটিতে নৌকা বিরোধী গোষ্ঠীদের পূর্ণবাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শপথ বাক্য পাঠ করান এ্যাড.শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।