
র্যাব এর যে সকল কর্মকর্তাদের অপকর্মের জন্য নিষেধাজ্ঞা এসেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিয়ে ভারতের কাছে নতজানু হয়ে প্রার্থনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে কেন্দ্রীয় যুবদল আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, তাদের কথার মাধ্যমে সরকারের নড়বড়ে পররাষ্ট্রনীতিই প্রকাশ পায়।
বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মিথ্যা মামলা দিয়ে তাকে গৃহবন্দী করে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আন্দোলন সংগ্রামে তরুণদের এগিয়ে আসা উচিত। দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারের পতনের মাধ্যমে নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা নিয়ে আসতে হবে। পাশাপাশি খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান ও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।