
টাঙ্গাইলে চলন্ত সিলিং ফ্যান পড়ে নিহত হয়েছে দুই ভাই, একইসাথে আহত হয়েছে তাদের মা। নিহতরা হলো- সাজিম (০৬) ও তার ভাই সানি (৪ মাস)। শিশু দুটির মা আহত সাহিদা বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নং পুনর্বাসন এলাকার ভ্যানচালক ইউসুফের ছেলে। রোববার দুপুরে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, দুই শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে সেটা এখনও জানা যায়নি।