গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর বাজারে আজ সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান বাবু নামে (১১) এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রায়হান বাবু পার্ববর্তী পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে। সংসারের খরচ মিটাবার জন্য রায়হান বাবু কোমরপুর বাজারের কল্যাণ স্টিল এন্ড অটোবি ফার্ণিচারে কাজ করতো।স্থানীয়রা জানান, সোমবার সকালে ফার্ণিচার দোকানের চালে জমে থাকা গাছের শুকনো পাতা পরিস্কারের জন্য দোকানের মালিক আব্দুস সালাম তাকে চালে উঠিয়ে দেয়। এসময় ঘরের চাল আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় রায়হান বাবু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজ দেওয়ান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।