গাইবান্ধার গোবিন্দগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় সাইফুল ইসলাম (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন৷ নিহত সাইফুল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মৃত নবীর উদ্দীনের ছেলে।
দুর্ঘটনা ঘটে গত শনিবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোলেমান বাংলানিউজকে জানান, বিকেল ৩টার দিকে চাপড়ীগঞ্জ এলাকায় বগুড়ামুখী একটি কাভার্ডভ্যান ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া চালক পালিয়ে গেলেও ঘাতক কভার্ডভ্যানটি আটক করা হয়েছে৷