
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। গাইবান্ধার সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল আলম, জেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলার ৪টি সমিতির ১০০ জন উপকার ভোগীর মধ্যে প্রায় ১ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।