
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রোববার (১৭ এপ্রিল) সকালে গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. আলা উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ মো. ইলিয়াচ জিকু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা ও বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক প্রমুখ।