
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পলাশবাড়ী শাখা, গাইবান্ধার উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে পৌরশহরের কালীবাড়ী বাজার রোড রাজিয়া চৌধুরী শপিং মল-এ ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখা প্রাঙ্গণে আলোচনা সভা ও ইফতার মাহফিলে গোবিন্দগঞ্জ ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-০৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। স্বাগত বক্তব্য রাখেন পলাশবাড়ী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম। মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দো’আ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মোস্তাফিজুর রহমান রাজা। আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিপুল সংখ্যক গ্রাহক, ব্যবসায়ী, শুভানুধ্যায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।