স্টাফ রিপোর্টার – আশরাফুল ইসলাম
মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তি উৎযাপন উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার আয়োজনে আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম সরকার লিপন।
আরো ব্ক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইদুলপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান,উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র,প্যানেল মেয়র আব্দুস সোবাহান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,মহিলা কাউন্সিলর জান্নাত আরা শিরিনসহ অন্যান্যরা। এসময় পৌর কাউন্সিলরগণ,পোরসভার কর্মকর্তা কর্মচারীরাসহ পৌর শহরের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।