
গাইবান্ধার সাদুল্লাপুরে আলী রেজা মন্ডল (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাদীপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রেজা মন্ডল সাদীপাড়া গ্রামের সেকেন্দার ম-লের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রেজা মন্ডল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত শুক্রবার রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে সবার অজান্তে গলায় পড়নের বেল্ট পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। শনিবার সকালের দিকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখা যায়।
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, খবর পেয়ে রেজা মন্ডলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।