
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় অরাজনৈতিক উদ্যম উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে এবং নলডাঙ্গা ব্লাড গ্রুপ ডোনার্স এ্যাসোসিয়েশনের সহযোগিতায় দিনব্যাপি বিনামূল্যে সকল বয়সের মানষের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকালে নলডাঙ্গা পুরাতন টেম্পুস্ট্যান্ড সংলগ্ন উদ্যম উন্নয়ন সংস্থার কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ কর্মসুচীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর।
এসময় নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন সরকার, স্থানীয় সংসদ সদস্যের উপজেলা প্রতিনিধি অ্যাড. আনোয়ারুল আজিম, যুবলীগ নেতা শাহরিয়ার ইসলাম রাসেল, সংস্থার সভাপতি শামসুল আরেফিন, সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান, সদস্য জাহাঙ্গীর পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে এ অঞ্চলের প্রায় অর্ধসহস্রাধিক নারী পুরুষ শিশু কিশোর নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করে নেয়। রক্তের গ্রুপ পরীক্ষা করতে আসা সুবিধাভোগিরা বিনামূল্যে রক্তের গ্রুপ নিশ্চিত হতে পারে তারা অনেকটাই খুশি।