
সোনালী আশেঁ সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ এই প্রতিবাদ্ধ্য কে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলায় উন্নত প্রযুক্তির নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন সম্প্রসারন পাট অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে পাটচাষীদের প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, জেলা পাট অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল উদ্দিন, সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সাদেকুজ্জামান, পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকারিয়া প্রমুখ।
প্রশিক্ষণ শেষে ১শ ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে পাটের উপকরন বিতরণ করেন।