
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ মার্চ) স্থানীয় পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাখাওয়াত হোসেন শফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামছুল আলম হিরু সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, সাধারণ মানুষের সমর্থন নিয়ে চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই প্রত্যাশিত স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। বিশে^ এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগের আদর্শ নিয়ে সকল অপশক্তি ও ষড়যন্ত উৎপাটন করে উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া হবে। তিনি বলেন, অসম্প্রদায়িক বাংলদেশে শান্তি বিনষ্ট করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা হলেই সমৃদ্ধ ইতিবাচক ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় পর্বে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেন কেন্দ্রীয় কমিটির নেতারা।