আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে সারা দেশের মতো পলাশবাড়ী উপজেলায় ভর্তুকি মুল্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয়ের উদ্ধোধন করা হয়েছে।
২০ মার্চ রবিবার সকালে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বেতকাপা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তেল, চিনি ও ডাল বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
মেসার্স নজরুল ইসলাম রাজু, মেসার্স সাহা ট্রেডার্স মেসার্স নিশাত ট্রেডার্স,মেসার্স আজাদ ট্রেডার্স মেসার্স অনিক ট্রেডার্স সুবিধা ভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করেন।
এদিকে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন বেতকাপা ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করেন । পলাশবাড়ী উপজেলায় ২৫ হাজার ৯৯৮ জন উপকারভোগিদের মাঝে প্রথম দফায় পণ্য বিক্রয় করা হবে। স্বল্প মুল্যে এসব পণ্য পেয়ে খুশি সুবিধাভোগিরা।