
ইসলামী ব্যাংক বাংলাদেশ গাইবান্ধার পলাশবাড়ী শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও কেন্দ্র গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ মার্চ) সকালে পৌরশহরের উদয়সাগর গ্রামে পল্লী উন্নয়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান কেন্দ্র প্রধান তানিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কার্যক্রমের প্রকল্প ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, কর্মী হুমায়ন কবির ও সাংবাদিক আশরাফুজ্জামান শাহীন প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও অত্র কেন্দ্রের সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।