চাল, ডাল, চিনি, সয়াবিন, পেঁয়াজ ও গ্যাস সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় এলাকায় সিপিবি উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম শাখার সভাপতি গণেশ মুরমুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, গাইবান্ধা জেলা সম্পাদক ম-লীর সদস্য আবু মুসা, জেলা সাবেক ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রুনু হক, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি অশোক আগরওয়ালা, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী মিলন, যুব ইউনিয়ন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিজান, যুব ইউনিয়ন নেত্রী শান্তনা আক্তার, রুমিলা কিসকু, জাফরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের নীরব কান্না সরকারের চোখে পড়ছেনা। নাভিশ্বাস তুলে ছাড়ছে নিত্য পণ্যের দাম। নিত্য পণ্যের দাম বৃদ্ধি হলেও মধ্যবিত্তসহ নি¤œ আয়ের মানুষ বাধ্য হয়ে পণ্য ক্রয় করছে। সে দিকটায় সরকারের খেয়াল নেই। জবাবদিহিতা ও কারো দায়বদ্ধতা না থাকায় দিনের পর দিন নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। বছরের ব্যবধানে সয়াবিন, চিনি ও ডালসহ শতভাগ দাম বৃদ্ধি পেয়েছে। এভাবে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি হতে থাকলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।