
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার কৃষক দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক দলের জেলা সভাপতি মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সাধারন স¤পাদক মোস্তাক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল ও বিশেষ অতিথি শহর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোর্শেদ হাবীব সোহেল, আলমগীর সাদুল্যা দুদু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শহর বিএনপির সদস্য সচিব লোটাস খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, শেখ নজরুল ইসলাম, মাসুদ রানা, শাহ বিজন, ফারুক হোসেন প্রমুখ।