গাইবান্ধা জেলার বেশ কয়েকটি উপজেলায় একই রাতে পল্লী বিদ্যুতের পাঁচটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিলো। এ ঘটনায় সোমবার (৩১ মে) বিকেলে ক্ষতিগ্রস্ত চার গ্রাহক রা থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন।এর আগে শনিবার (২৯ মে) গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামের ফসলের মাঠ থেকে ট্রান্সফরমার চুরি হলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছিলো। এতে গ্রাহকেরা চরম দুর্ভোগে পড়েছিলেন।
স্থানীয় গ্রাহকরা জানান, এ এলাকায় রাতের আঁধারে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। পুনরায় ট্রান্সফরমার পেতে হলে গ্রাহকদের ট্রান্সফরমারের অর্ধেক মূল্য পল্লী বিদ্যুৎ অফিসে জমা দিতে হয়। এতে গ্রাহকদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়তে হচ্ছে।এ বিষয়ে পল্লী বিদ্যুতের গোবিন্দগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আব্দুল কাদের বলেন, জনসচেতনতা বাড়াতে গোবিন্দগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে প্রচারপত্র বিলি ও মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নিজ নিজ এলাকার ট্রান্সফরমার চুরি ঠেকাতে প্রয়োজনীয় নজরদারি রাখতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:ইজার উদ্দিন বলেন, পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি সংক্রান্ত গ্রাহকদের লিখিত অভিযোগ গুলো আমরা পেয়েছি। এরা মানুষ কে জিম্মি করে চোরাই মালামাল ফেরত দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে প্রতারনা করে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এদিকে এস আই সজীব মিয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে চৌকুস নেতৃত্বে পাঁচ সদস্যের টিম গতকাল বৃহস্পতিবার রাত তিনটায় গোবিন্দগঞ্জ উপজেলা র গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর দিলালপুর গ্রামের মো: জালাল উদ্দিন মণ্ডলের ছেলে ছাইদুর রহমান সুজন (৩০) কে আটক করেছে পুলিশ। আরো বেশ কয়েকজন কে নজরদারিতে রেখেছে পুলিশ। এ ঘটনায় কিছুটা হলেও শান্তি ও স্বস্তি পেয়েছে এলাকার মানুষ।