গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ বকচর গ্রামের আজিজার হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসিসহ খাবার হোটেল, মনোহরি দোকান আগুনে পুড়ে দেওয়ার ক্ষতিপূরণের দাবীতে স্থানীয় এলাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ মার্চ) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর গ্রামের ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এক মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কামারদহ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউ’পি সদস্য মিন্টু মিয়া, নিহত আজিজার রহমানের স্ত্রী মেনেকা বেওয়া ও নিহতের স্বজনদের মধ্যে সোলেমান আলী, জালাল উদ্দিন, মাইজার রহমান ও আবুল কালাম প্রমূখ।
উল্লেখ্য; গত ১১ জানুয়ারি নিহত আজিজার রহমানের বড় স্ত্রীর সন্তানরা জমি-জমা দ্বন্দের জেরে পিতা আজিজার রহমানকে হত্যা করে লাশ গুমের জন্য মহাসড়কে ফেলে দিয়ে যায়। এ ঘটনায় ছোট স্ত্রী মেনেকা বেওয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গাইবান্ধা পিবিআই পুলিশ অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত ৩জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃত আসামী ও বাহিরে থাকা পলাতক আসামী বাদীকে মামলা তুলে নিতে বিভিন্ন তারিখ ও সময়ে ভয়ভীতি, হুমকি দিয়ে বৃর্থ্য হয়ে গত ৩ মার্চ দিবাগত রাত ২টার দিকে বাদীনির খাবার হোটেল ও মনোহরি দোকানে আগুন দিয়ে পুড়ে দেয়।