
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সরকারি কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন পুরাতন বিজ্ঞান ভবনের ১৬নং কক্ষে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন বুধবার (২ মার্চ) সকালে কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও একাদশ শ্রেণি ভর্তি কমিটির আহবায়ক মোঃ আবু সাঈদ মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক এসএম আশাদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও একাদশ শ্রেণি ভর্তি কমিটির উপদেষ্টা মোঃ আব্দুর রশিদ।
অধ্যক্ষ তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
অপরদিকে গাইবান্ধা সদরের নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান লেংগাবাজার আইডিয়াল কলেজে ২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীণ শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুূধবার সকাল ১১টায় কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ টি আই এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক হোসেনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি অ্যাড. এ কে এম মহিবুল হক মোহন। বক্তব্য রাখেন প্রভাষক আসাদুজ্জামান প্রামানিক পলাশ, আব্দুর রাজ্জাক, সাংবাদিক ময়নুল ইসলাম, ২য় বর্ষের শিক্ষার্থী মারুফ হাসান, আব্দুস ছামাদ, নবীন শিক্ষার্থী ইতি আক্তার, মিরাজুল জান্নাত মহসীন আলী প্রমূখ। আলোচনা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।