
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বিগত ৫০ বছর ধরে ব্র্যাক নারীর অধিকার, জেন্ডার বৈষম্য দূরীকরণ, নারীর প্রতি সহিংসতা বিলোপ ও নারীর অমিত সম্ভাবনা বিকাশে কাজ করে যাচ্ছে। যার প্রয়োজন সবচাইতে বেশি, তার পাশে অগ্রাধিকার ভিত্তিতে দাঁড়ানোই ব্র্যাকের উন্নয়ন দর্শনের ভিত্তি। তাই ব্র্যাক তার জন্মলগ্ন থেকে নারীকে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম গ্রহণ করেছে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় উন্নয়নেও সরকারের বৃহৎ সহযোগী হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নারীকে বিবেচনায় নিয়ে ব্র্যাক ব্র্যান্ডটিই গড়ে ওঠেছে নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে।
‘টেকসই আগামীর জন্য-জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২২’ পালন বুধবার (৯ মার্চ) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় মানববন্ধনে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান।
মানববন্ধন পরবর্তী সমাবেশে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) অংশ হিসেবে গাইবান্ধায় তিনজন সফল ও সাহসী নারীকে সম্মাননা প্রদান করা হয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাহসী ভূমিকা রাখা এবং নিজেরা সহিংস জীবন থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক ও সামাজিক ভাবে সফল হওয়ায় এই তিন নারীকে সম্মাননা দেওয়া হয়। এরমধ্যে সামাজিক ও অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করায় মোছা. রশিদা বেগমকে নির্বাচিত করা হয়। এছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং জেন্ডার বৈষম্য দূর করণে সমাজে বিশেষ অবদান রাখায় মোছা. মুক্তা বেগমকে ও মোছা. মরিয়ম বেগমকে সম্মাননা প্রদান করা হয়।
সফল ও সাহসী নারী হিসেবে এই তিন নারী সামাজিক ও অর্থনৈতিক ভাবে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। এছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিয়ে বন্ধ এবং জেন্ডার বৈষম্য দূর করণে তারা প্রত্যেকেই সমাজে বিশেষ অবদান রাখছেন বলে জানান ব্র্যাক কতৃপক্ষ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেল প্রশাসক মো. সাদেকুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান, প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি কেএম রেজাউল হক, সচেতন নাগরিক কমিটির সদস্য আফরোজা খাতুন লুপু, নারী নেত্রী সিদ্দিকা ফেরদৌস ও ব্র্যাকের প্যানেল ল ইয়ার অ্যাড. চৌধুরী নারগিস আক্তার বানু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্র্যাকের গাইবান্ধা জেলা সমন্বয়কারী মো. মোশারফ হোসেন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র রংপুর বিভাগীয় জোনাল ম্যানেজার মো. আকছেদ আলী, জেলা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র ডেপুটি ম্যানেজার মো. ইলিয়াস সরকার, আঞ্চলিক ব্যবস্থাপক মোছা. শিরিন আক্তার, গাইবান্ধা সদর উপজেলা সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র কর্মকর্তা মো. রমজান আলী ছাড়াও ব্র্যাক ও পল্লী সমাজের প্রায় ৩শ’ ৫০ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ ব্র্যাকের সফল ও সাহসী নারীদের সম্মাননা প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘নানামুখী কাজের মাধ্যমে বর্তমানে নারীরা সমাজে ও দেশের উন্নয়নে গুরুত্ত্বপূর্ণ অবদান রাখছেন। কর্মক্ষেত্রসহ সমাজের সকল ক্ষেত্রে নারীর এই সাহসী ভূমিকাকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামগ্রিকভাবে নারীর জয়যাত্রাকে অব্যাহত রাখাটাই দেশের সামগ্রিক উন্নয়নের মূল চাবিকাঠি’। আলোচকবৃন্দ টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমতার উপর গুরুত্ব আরোপ করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণনাটক মঞ্চায়নের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।