
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জাতীয় যুব সংহতি গাইবান্ধা জেলা শাখা উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) বিকেলে জেলা জাতীয় পার্টির কার্যালয় চত্ত্বরে জাতীয় যুব সংহতি গাইবান্ধা জেলা শাখার আহবায়ক জুলফিকার সরকার লেলিনের সভাতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন। জেলা যুব সংহতির ভারপ্রাপ্ত সদস্য সচিব শাহিনুল ইসলাম শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক মো. হেলাল উদ্দিন ও সফিকুল ইসলাম দুলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদ টুলু, মো. ফরিদ আলম, সাজিদ রওশন ঈশান, শাহ আনোয়ারুল অনু, জাতীয় যুব সংহতি গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি একেএম নুরুন্নবী সরকার মিঠুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জাতীয় পার্টিকে সু-সংগঠিত করতে জাতীয় যুব সংহতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।