
গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন ইমামের অংশগ্রহণে পাঁচদিনব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কালেক্টরেট জামে মসজিদের খতিব জোবায়ের আহম্মেদ মুহ: তারিম, ইসলামিক ফাউন্ডেশনের হিসাব রক্ষন অফিসার মোঃ গোলাম মর্তুজা, ফিল্ড সুপার ভাইজার মোঃ হোসেন আলী, মাষ্টার ট্রেইনার মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।