
‘টেকসই আগামীর জন্য-জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এবারের প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৮ মার্চ) শহরে এক বিশাল র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. নার্গিস আক্তার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা বেগম পারুল প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা শাখা শহরে র্যালী ও স্থানীয় গানাসাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভা শেষে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলার সদস্য সচিব মনজুর আলম মিঠু, গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি, নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারন স¤পাদক প্রভাষক হালিমা খাতুন, পারুল বেগম ও সাংস্কৃতিক কর্মী শাহনাজ আমিন মুন্নী প্রমুখ। এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা শাখার অপর আরেকটি গ্রুপ শহরে র্যালী ও সংগঠনের কার্যালয়ের সামনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, লিজা উল্লা ও মাসুদা আক্তার প্রমুখ। অপরদিকে দিবসটি উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন নারী সংগঠনও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।