
কুড়িগ্রামে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড গোরস্থান পাড়া এলাকায় নিজ বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আবু তাহের (৫৬) নামের এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। নিহত শিক্ষক জয়পুরহাট জেলার পাঁচবিবি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন।জানা গেছে, আজ বুধবার (০৯ মার্চ) সকালে নিহতের স্ত্রী নিজ বাড়ীর চতুর্থ তলায় রুটি বানাচ্ছিলেন, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে দোতলার বসত ঘরে গিয়ে সিলিং ফ্যানের সাথে আবু তাহেরের ঝুলন্ত লাশ দেখতে পায়। এসময় স্ত্রী নাদিরা বেগমের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মো. শাহরিয়ার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।