
স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় মেলা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ মার্চ) সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
পরে স্বল্পোন্নত দেশ দ্রুত উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা, বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত ভিডিও প্রদর্শন এবং সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতা প্রাঙ্গণে এ উপলক্ষে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা ও বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক প্রমুখ। এ উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত মেলায় বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কর্মকা-ের ৮০টি স্টল স্থাপন করা হয়।