
হিন্দু নারীদের পিতার সম্পদের ভাগ না পাওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবেনা, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। আইন মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ ৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সাথে এই মামলা শুনতে অ্যামিক্যাস কিউরি নিয়োগের কথা বলা হলেও রুল শুনানির দিনে বিষয়টি আবেদন করতে বলে হাইকোর্ট।
পৈতৃক সস্পত্তি থেকে বঞ্চিত হওয়া হিন্দু নারী সম্প্রতি হাইকোর্টে রিট দায়ের করেন। হিন্দু আইন অনুযায়ী পিতার সম্পত্তিতে নারীর অধিকার নেই।১৯৩৭ সালের হিন্দু আইন অনুযায়ী, মেয়েরা কোনো সম্পত্তির উত্তরাধিকারী নন। তবে বিধবা হওয়ার পর সন্তান নাবালক থাকা অবস্থায় তারা শুধু বসতবাড়ির অধিকারী হন। দীর্ঘ ৮৪ বছরেও এই আইনে পরিবর্তন আসেনি।হিন্দু উত্তরাধিকার আইন ‘যুগোপযোগী’ করতে ২০১২ সালের ৭ আগস্ট একটি নতুন আইনের সুপারিশ করে আইন কমিশন। সেখানে সম্পত্তিতে নারীর সমান অধিকারসহ ৯ দফা সুপারিশ করা হয়। এরপর ২০১৮ সালে হিন্দু উত্তরাধিকার আইন সংস্কারের প্রস্তাব তৈরির কাজ শুরু করে ‘হিন্দু আইন প্রণয়নে নাগরিক উদ্যোগ জাতীয় কোয়ালিশন’।