
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন বøক (প্রদর্শনী)-এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।বৃহম্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধাপেরহাট ইউপির হিঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজ চত্ত¡রে অনুষ্ঠিত মাঠ দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্পসারণ অফিসার (উদ্ভিদ) মো. আব্দুর রবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মতিউল আলম, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মিন্টু, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পদক আজাদুল ইসলাম আজাদ, সিঙ্গারপাড়া বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ মো. সিরাজুল হক প্রমুখ।কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকার কৃষিতে বহুমূখী পদক্ষেপ গ্রহণ করায় কৃষকরা তার সুফল পেয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে কৃষি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ। করোনা কালীন সময়ে কৃষককের পাশে থেকে প্রনোদনা দিয়েছে যার ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সক্ষম হয়েছে।